ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে দখলদার ইসরায়েলের হামলা

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে শুক্রবার (৪ জুন) জুমার নামাজের পর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সাধারণ ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩ জন আহত হয়েছেন। 

পূর্ব জেরুজালেমের অবৈধভবে বসতি স্থাপনের বিরুদ্ধে শুক্রবার রাস্তায় নামেন সাধারণ ফিলিস্তিনিরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন ইসরায়েলিরাও। বসতি স্থাপন ইস্যুতে তেল আবিবের সিদ্ধান্তকে লজ্জাজনক আখ্যা দিয়ে নানা স্লোগান দেন তারা। প্রতিবাদে বাধা দিলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে দখলদার বাহিনী।

একইদিন পশ্চিম তীরেও ইসরায়েলি বাহিনীর দখলদারিত্ব এবং গাজায় নির্বিচারে হত্যার বিরুদ্ধে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এতেও হামলা চালায় দখলদার সেনারা। সে সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে বেশ কয়েকজন আহত হন।

দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। কয়েক সপ্তাহ ধরেই জেরুজালেমে অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করে আসছেন ফিলিস্তিনিরা।

সূত্র: আল জাজিরা।

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img