চট্টগ্রামে নারী কয়েদীর মৃত্যু

চট্টগ্রাম মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতাল (চমেক) চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাছিনা আক্তার (৪২) নামে এক ক‌য়েদীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

আজ শুক্রবার (৪ জুন) রাত ৮টায় চমেক হাসপাতালের ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাছিনা আক্তার হাটহাজারী থানার ছারিয়া মাদ্রাসা কালো চেয়ারম্যান বাড়ির মৃত নুরুর মেয়ে।

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল চীফ মেট্রোপলিটন আদালত পাহাড়তলী থানায় করা একটি মানব পাচার মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‌‘ হা‌ছিনা আক্তার কারাগারে অসুস্থ হয়ে পড়লে গতকাল বৃহস্পতিবার চ‌মেক হাসপাতালে ভর্তি করা হয়। আজ রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সেপটিক শকের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img