চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খোরশেদ আলম (৬৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুন) দুপুরে ভাটিয়ারীর মিতালি আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।
খোরশেদ আলম ভোলার বোরহান উদ্দিন থানার আশান্নগর এলাকার কালু মিয়া হাওলাদারের ছেলে। তবে তিনি সীতাকুণ্ডের কলেজপাড়ায় বসবাস করতেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার।
তিনি বলেন, ভবনে কাজ করার সময় খোরশেদ আলম বিদ্যুস্পৃষ্ট হন। পরে সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।