চট্টগ্রামের বাঁশখালীতে বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে সোহাগ বেগম (৩১) নামের এক নারী নিহত হয়েছেন। নিহত সোহাগ বেগম মহেশখালীর মাতারবাড়ি উপজেলার শফিক আহমদের স্ত্রী।
শুক্রবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণিগ্রাম জোইন্নার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরও ৩ জন। এদের মধ্যে আল আমিন (১০ বছর) নামের একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাকে স্থানীয় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। তবে আহত বাকি দুইজনের নামপরিচয় জানা যায় নি।
বিষয়টি নিশ্চিত করেছেন রামদাশহাট তদন্তকেন্দ্রের এসআই রাকিবুল ইসলাম।