নগরীর বন্দর থানা এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে মনি আক্তার (১৩) নামে এক কিশোরী।
আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টার দিকে থানার কলসী দীঘির পাড়ের মহসিন কলোনী এলাকার মিন্টুর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মনি আক্তার ওই এলাকার বাসিন্দা আরজু মিয়ার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দর থানা এলাকা থেকে বিষপানে আহত এক কিশোরীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।