বায়েজিদে অস্ত্রসহ যুবক গ্রেফতার

নগরীর বায়েজিদ থানা এলাকা থেকে অস্ত্রসহ মো. আব্দুস সোবহান ওরফে সাগর (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গতকাল ২ জুন, বুধবার রাত পৌনে ৯ টায় জঙ্গল সলিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাগর বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বলের আব্দুল খালেকের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত পৌনে ৯ টায় বায়েজিদ থানার সলিমপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ধাওয়া দিয়ে আব্দুস সোবহান ওরফে সাগরকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী চালিয়ে ১টি এলজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে বায়েজিদ থানায় ১টি অস্ত্র মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামীকে বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img