টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ওমানে

ভারতে করোনা পরিস্থিতির ঊর্ধ্বগতির কারণে শঙ্কা আছে সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত জানাতে আইসিসির কাছে সময় চেয়েছে আরও এক মাস।

এর মাঝে আইসিসি তাদের তালিকায় থাকা ভেন্যু নিয়ে পর্যালোচনা করবে। তাতে বেশি সম্ভাবনা সংযুক্ত আরব আমিরাত। শুরু থেকেই আলোচনা চলছে ভারতে বিশ্বকাপ না হলে সেটি আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, এখন শুধু আরব আমিরাত নয়, আইসিসির তালিকায় আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান।

ভেন্যু আরব আমিরাত হোক কিংবা ওমান, আয়োজক থাকবে ভারত। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত যেহেতু সময় চেয়েছে তাই আয়োজক দেশের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চলতি মাসের শেষে। তাছাড়া টুর্নামেন্ট যেখানেই হোক, আয়োজন স্বত্ব থাকবে বিসিসিআইয়ের কাছে।’

এদিকে ভারতে ভারতে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের চেয়ে কিছুটা কমলেও বিশেষজ্ঞরা মনে করছেন অক্টোবর-নভেম্বরে আসতে পারে তৃতীয় ঢেউ। তাই এ ব্যাপারেও ভাবতে হচ্ছে আইসিসিকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img