চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে গলায় ওড়না পেঁচিয়ে তৃষ্ণা জলদাশ (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
গতকাল ১ জুন, মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ডগুলাল বাজার এলাকার চন্দনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তৃষ্ণা জলদাশ ওই এলাকার শুভ পালের স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া দিনেরখবরকে বলেন, সীতাকুণ্ড থেকে আত্মহত্যা করা এক নারীকে চমেকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এন-কে