পুরনো কোচকে ফেরালো রিয়াল মাদ্রিদ

জিনেদিন জিদান বিদায় জানানোর পর একটু অপেক্ষা করতে হয়েছে রিয়াল মাদ্রিদ ভক্তদের। অপেক্ষার অবসান হলো। জানা গেল কোচের নাম। আবারও স্প্যানিশ দলটির দায়িত্বে নিলেন কার্লো আঞ্চেলোত্তি। ২০২৪ সাল পর্যন্ত দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইতালির এই কিংবদন্তি কোচ।

মঙ্গলবার (১ জুন) হাইপ্রোফাইল এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।

৬১ বছর বয়সী আঞ্চেলোত্তি সবশেষ এভারটনের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়ালের কোচ ছিলেন তিনি।

লস ব্লাঙ্কোসদের দায়িত্ব নেয়ার পর ২০১৩/১৪ মৌসুমে কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জেতান। ২০১৪ সালে উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ী কোচও ছিলেন তিনি।

পারমা, রোমা ও এসি মিলানের জার্সিতে মাঠ মাতানো আঞ্চেলোত্তি ইতালির জার্সিতে খেলেছেন ২৬ ম্যাচ। নব্বই এর দশকের শুরুতে বুট তুলে রাখার সিদ্ধান্ত নেন। শুরু হয় পেশাদার কোচ হিসেবে যাত্রা।

রেগিয়ানা, পারমা, জুভেন্টাস, এসি মিলান, চেলসি, প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের ডাগআউট সামলিয়েছেন তিনি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img