ফুটবল ট্রেনিং একাডেমিতে নগদ টাকাসহ ১৯ জুয়াড়ি আটক

চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমি থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ ১৯ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১ জুন) সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সিজেকেএস ভবনের দ্বিতীয় তলায় অভিযানে তাদের আটক করা হয় বলে জানান কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মুজাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: মো. ইকবাল (৩৬), আকবর হোসেন (২৭), তৌহিদুল ইসলাম (৩৬), মো. আব্বাস (৪২), মো. করিম (৩০), মো. সোহাগ (২৯), মো. তৌহিদুল আলম (৪১), মো. হেলাল উদ্দিন (৬৩), মো. ফরিদ (৩৫), মো. মাহমুদুল হক (৩০), মো. সুমন (৩০), মো. মনছুর (৩০), মো. কাইয়ুম (৪০), মো. মুসলিম উদ্দীন (৩৮), মো. রানা (৪০), মো. বাবুল (৩৫), মো. জসীম উদ্দীন (৩৮), মো. রুবেল উদ্দীন (৩২) ও মো. এমরান উদ্দীন (৫০)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান চালিয়ে প্লেয়িং কার্ড ও জুয়া খেলার বেশকিছু সামগ্রী, নগদ ৭ লাখ ২০ হাজার টাকাসহ ১৯ জনকে আটক করেছি। আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন টাকার বিনিময়ে “চট্টগ্রাম ফুটবল ট্রেনিং একাডেমী”র অফিস কক্ষে জুয়ার আসর বসিয়ে তাস দিয়ে জুয়া খেলে । তারা বিল্ডিংয়ের ছাদে, প্রবেশ মুখে, পেছনে ও বিভিন্ন অলি গলিতে লোক দিয়ে পাহারা বসিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে জুয়া খেলা পরিচালনা করে। আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img