মহামারি করোনাভাইরাসের কারণে এবারের কোপা আমেরিকার আসর আর্জেন্টিনায় বসছে না। দেশটিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এ সিদ্ধান্ত নিয়েছে। এবার নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। স্বাগতিকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
কনমেবল জানিয়েছে, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনও পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।
গত বছর করোনা মহামারি রূপ নেওয়ায় স্থগিত করা হয় কোপা আমেরিকা। পিছিয়ে এ বছরের জুনে নিয়ে আসা হয়। প্রথমে এটি আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনের কথা ছিল। কিন্তু ২০ মে কলম্বিয়াকে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক থেকে বাদ দেয় কলম্বিয়া।
সে সময় কলম্বিয়ায় হতে যাওয়া ১৫টি ম্যাচও আর্জেন্টিনায় আয়োজনের ব্যাপারে আলোচনা চলছিল। কিন্তু হলো উল্টো! করোনা ভয়াবহ রূপ নেওয়ায় আর্জেন্টিনায় টুর্নামেন্টই এখন আর হচ্ছে না।