দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় প্রায় দুই মাস ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভ শুক্রবার (২৮ মে) সহিংসতায় রূপ নেয়। দেশটির ক্যালি শহরে বিক্ষোভ দমন করতে গুলি চালালে কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ মে) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। এ সময় বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে ১০ জন মারা যান। যাদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন।
বার্তা সংস্থার ওই প্রতিবেদেনে বলা হয়, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকেও পিটিয়ে হত্যা করেন।
২০১৯ সালে ক্ষমতায় আসেন ডিউক। পরের বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। তবে চলতি বছর এপ্রিলের শেষে প্রস্তাবিত কর বৃদ্ধির বিরুদ্ধে মধ্যবিত্ত মানুষ রাস্তায় নেমে আসেন।