ইরান সরকার দেশটির মানবাধিকারকর্মী ও সাংবাদিক নারগেস মোহাম্মাদীকে আবারও শাস্তি দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার (২৭ মে) ইরানের আদালত তাকে ৮০টি বেত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বিবিসি জানায়, ইরানে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচারণা চালাচ্ছেন ৪৯ বছর বয়সী নারগেস। পদার্থবিজ্ঞানের গবেষক এবং দুই সন্তানের মা নারগেসকে ২০১৫ সালের মে মাসে গ্রেপ্তার করা হয়।
ইরান সরকারের দাবি, দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে নারগেস প্রোপাগান্ডা চালাচ্ছেন, দেশবিরোধী কাজ করছেন। এর আগে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তবে আট বছরের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়।
এদিকে আবারও নারগেসের শাস্তি ঘোষণা হওয়ার পরেই নিন্দা জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার এবং ইউরোপীয় ইউনিয়ন। অবিলম্বে নারগেসের ওপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।