যুক্তরাষ্ট্রের সান দিয়াগো উপকূলে নেভির জাহাজের ওপরে একঝাঁক অজানা উড়ন্ত বস্তু (ইউএফও) ঘুরছে এমনই চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছেন মার্কিন চলচ্চিত্রকার।
পেন্টাগন সূত্রে জানা জানা যায়, মার্কিন ইউএফও ফিল্মমেকার জেরেমি করবেলের সেই ভিডিও খতিয়ে দেখা যাচ্ছে। ভিডিওটি দুই বছর আগে ধারণ করা হয়েছে। শুক্রবার (২৮ মে) টুইটারে ওই ভিডিও পোস্ট করেন জেরেমি করবেল।
৪৬ সেকেন্ডের ওই রাডার ফুটেজের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, একটি গোলাকার উড়ন্ত চাকতি সমুদ্রের ওপর দ্রুততার সঙ্গে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে তা হঠাৎ মিলিয়ে যায়। ভিনগ্রহের প্রাণীদের অস্তিত্ব নাকি ভিনদেশিদের কোনো বাহন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
২০২০ সালে শুধু ইউএফওর বিষয়ে তদন্তের জন্য বিশেষ টাস্ক ফোর্স গঠন করে মার্কিন প্রশাসন। মার্কিন সেনা নিয়ন্ত্রিত এলাকায় অজানা অনেক বস্তু বারবার আসতে দেখা যায়। ভিডিওটি খতিয়ে দেখতে বিশেষ টাস্ক ফোর্স কাজ করছে।
সূত্র: ইউএসএ টুডে, জি২৪ ঘণ্টা।