আগামী ৩ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হবে ২০২১-২২ অর্থ বছরের জাতীয় বাজেট। এ বাজেটকে দেশের মানুষ বাঁচানো ও ব্যবসায়ীদের বাঁচানোর বাজেট হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আসন্ন ২০২১-২২ অর্থ বছরের বাজেট হবে দেশের মানুষ বাঁচানোর, ব্যবসায়ী বাঁচানোর বাজেট।
আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
সভা শেষে ভার্চুয়ালি অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আ হ ম মুস্তফা কামাল বলেন, আসছে জাতীয় বাজেটে আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষকে বাঁচানো, ব্যবসায়ীদের বাঁচানো। সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীকে সঙ্গে করেই আমরা এগিয়ে যেতে চাই। দেশের সব মানুষই এ বাজেটের সুবিধা পাবেন বলেও জানান মন্ত্রী।
এদিকে আজকের এ সভায় চীন থেকে দেড় কোটি ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ টিকার প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, চীনের সিনোফার্ম থেকে করোনাভাইরাসের দেড় কোটি টিকা কিনে আনছে বাংলাদেশ সরকার। প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে আগামী তিন মাসের মধ্যে (জুন, জুলাই ও আগস্টে) এসব টিকা বাংলাদেশে আসবে।