পাহাড়তলীতে দুই শিশু বলাৎকারের ঘটনায় গ্রেফতার মাদ্রাসা শিক্ষক আজিজুর রহমান আজিজ (২৬) আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন।
আজ বৃহস্পতিবার, ২৭ মে দুপুরে আদালতে হাজির করা হলে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গ্রেফতার আজিজুর রহমান আজিজ উখিয়া থানার পালংখালী এলাকার আবদুস ছালামের ছেলে। তিনি পাহাড়তলী এলাকার দারুস সুন্নাহ আল ইসলামীয়া(হেফজ/নুরানী) মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক ছিলেন।
মামলা সুত্রে জানা যায়, রহিম (১০), করিম (১১) (ছদ্মনাম) পাহাড়তলী থানা এলাকার আব্দুল আলী নগর দারুস সুন্নহ্ আল ইসলামীয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। একই মাদ্রাসায় দীর্ঘদিন যাবত হেফজ বিভাগে শিক্ষকতা করে আসছেন আজিজুর রহমান আজিজ। মাদ্রাসায় শিক্ষক আজিজুর রহমান আজিজ নিজেকে হাফেজ পরিচয়ে মাদ্রাসায় অধ্যায়রত শিশুদের অভিভাবকদের কাছে ভাল সেজে এবং শিশু বাচ্চাদের কাছে ইহকাল ও পরকালের বিভিন্ন ইসলামী ফতুয়া দিয়ে এবং ভয় দেখিয়ে কমলমতি শিশুদের বলাৎকার করে আসছিল। শিক্ষক আজিজুর রহমান আজিজ এর বিরুদ্ধে মাদ্রাসায় অধ্যায়নরত দুই শিশুর অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে পাহাড়তলী থানা পুলিশ গতকাল ২৬ মে মাদ্রাসা হতে শিক্ষক আজিজুর রহমান আজিজকে গ্রেফাতার করে। গ্রেফতারকৃত মাদ্রাসার শিক্ষক আজিজুর রহমান আজিজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে স্বেচ্ছায় ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধরায় জবানবন্দি প্রদান করেন।