যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রেল ইয়ার্ডে বন্দুক হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল ৭টার দিকে সান হোসের সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটি (ভিটিএ) পরিচালিত একটি রেলস্টেশনে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তিদের মধ্যে রেলের কর্মীরাও রয়েছেন। পুলিশ জানায়, নিহত বন্দুকধারী নিজেও ওই রেল কোম্পানির সাবেক কর্মী। তবে হামলার কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি পুলিশ।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রেলকর্মীদের এক বৈঠক চলাকালে ওই বন্দুক হামলার ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়ার স্যান হোসের মেয়র স্যাম লাইকার্ডো সাংবাদিকদের বলেন, এটি আমাদের শহরের জন্য এক ভয়াবহ দিন। আমাদের শহরে আর কখনো যাতে এমন কোনো ঘটনা না ঘটে তা নিশ্চিত করার চেষ্টা করব।
অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটে বলেন, স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং পরিস্থিতি গভীর পর্যবেক্ষণ করছি।