শর্তমেনে গণপরিবহন চলছে কিনা তদারকীতে অতিরিক্ত পুলিশ কমিশনার

দীর্ঘ ৪৯ দিন বন্ধ থাকার পর আজ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে পরিচালিত হওয়ার শর্ত দিয়ে দূরপাল্লার পরিবহণ চলাচলের অনুমতি দিয়েছে সরকার।

সরকারের নির্দেশনা মেনে গণপরিবহন গুলো চলছে কি না, চালক, সহকারী ও যাত্রী সাধারণ স্বাস্থ্যবিধি মানছেন কি না তা তদারকি করছেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের নির্দেশক্রমে আজ সোমবার বিকেল সোয়া ৪টায় নগরীর এ.কে খান মোড়ে উপস্থিত হয়ে বেশ কিছু গণপরিবহনে উঠেন তিনি। এসময় যাদের মুখে মাস্ক নেই তাদের ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করেন শ্যামল কুমার নাথ।

তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহন গুলো যাতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে সড়কে চলাচল করে তা নিশ্চিত করার জন্য তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদেরকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img