কাতার বিশ্বকাপের পর প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান আবারও বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় কাতারের শিল্প নগরীর ৫০ নম্বর স্ট্রিটে চালু হলো “স্ট্রিট ফিফটি গ্যারেজ অ্যান্ড কার ওয়াশ” নামে একটি নতুন বাংলাদেশি প্রতিষ্ঠান।
রবিবার সন্ধ্যায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন স্বত্বাধিকারী শাহ নেওয়াজ, মহিন মিয়া, মামুন হাসান এবং কাতারি স্পন্সর।
নতুন এ প্রতিষ্ঠানে ৪০ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান চালুর ফলে শিল্প নগরীর প্রবাসীরা এখন আর শহরে গিয়ে গাড়ি ধোয়ার প্রয়োজন পড়বে না। স্থানীয়ভাবে মানসম্পন্ন পরিষেবা পাওয়ায় আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, বরং এটি কাতারে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক স্বাবলম্বিতার প্রতীক। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আরও উদ্যোগের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
এমজে/