চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার যুবলীগ নেতা নুর মোস্তফা টিনুর জামিন বাতিল করেছেন হাইকোর্টের আপিল বিভাগ। একই সাথে ১৪ দিনের মধ্যে আদালতে আত্মসমর্পণের আদেশও দিয়েছেন আদালত।
২৩ মে রোববার হাইকোর্টের আপিল বিভাগ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ গত ২২ এপ্রিল টিনুর জামিন বাতিল চেয়ে হাইকোর্টের আপিল বিভাগে আবেদন করেন। রাষ্ট্র পক্ষের আবেদনের প্রেক্ষিতে ২৩ মে, রোববার শুনানি শেষে টিনুর জামিন বাতিল করেন হাইকোর্টের আপিল বিভাগ। আসামী নূর মোস্তফা টিনুকে বিচারিক আদালতে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে আদেশ দেন আদালত।
চট্টগ্রামে অভিযানে ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছিল কুখ্যাত গ্যাং লিডার নূর মোস্তফা টিনু। চকবাজার কাপাসগোলা এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে আটক করে র্যাব-৭। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসায় তল্লাশি চালিয়ে একটি শটগান ও ৬৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে র্যাব বাদি হয়ে পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে নূর মোস্তফা টিনু ও তার সহযোগী জসিম উদ্দিনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।
মামলার তদন্ত প্রথমে পুলিশ করলেও পরবর্তীতে আদালতের নির্দেশে এ তদন্ত কার্যক্রম র্যাবের হাতে যায়। দীর্ঘদিন কারাগারে থাকার পর চলতি বছরের ২৩ জানুয়ারি অস্থায়ী জামিনে মুক্তি পায় টিনু।
প্রসঙ্গত, নূর মোস্তফা টিনুর বিরুদ্ধে নগরীর চকবাজার ও পাঁচলাইশ থানা এলাকায় বেপরোয়া কিশোর গ্যাং নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শুদ্ধি অভিযানে র্যাবের হাতে আটকের পর গ্রুপটি কিছুটা নিস্ক্রিয় হলেও পড়লেও হাল ধরেন টিনুর ভাই চকবাজার থানা ছাত্রদল সভাপতি নুরুল আলম শিপু। তার বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা বিচারাধীন আছে। ২০১৮ সালে নগর পুলিশের তৈরি করা তালিকায় কিশোর গ্যাং গডফাদার হিসেবে টিনুর নাম রয়েছে প্রথম সারিতে।
এন-কে