খালেদা বেগম ডিএফপির নতুন মহাপরিচালক

গণযোগাযোগ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক খালেদা বেগমকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক নিয়োগ করা হয়েছে। তিনি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

সোমবার (২৩ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খালেদা বেগম বিসিএস ১৮তম ব্যাচের গ্রেড-৩-ভুক্ত কর্মকর্তা। এর আগে তিনি তথ্য অধিদপ্তরে সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রশাসন), প্রিটোরিয়ায় বাংলাদেশ দূতাবাসে কাউন্সেলর, তথ্য অধিদপ্তরে উপপ্রধান তথ্য অফিসার, অর্থ মন্ত্রণালয়ের এফএমআরপি প্রজেক্টের কনসালট্যান্ট, চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে সহকারী পরিচালক এবং নরসিংদী জেলা তথ্য অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী মেধাবী কর্মকর্তা খালেদা বেগম চাকরিতে যোগদানের পর আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া থেকেও উচ্চতর ডিগ্রি গ্রহণ করেছেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img