শাহআমানত সেতুর টোলপ্লাজায় ইয়াবাসহ বাসযাত্রী আটক

চট্টগ্রামের কর্ণফুলী শাহআমানত সেতুর টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ তল্লাশী অভিযান চালানো হয়। এসময় বাসটিতে থাকা এক যাত্রীর ট্রাভেল ব্যাগ হতে এক হাজার ৯শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদক বহনের দায়ে তাকে আটক করে র‌্যাব।

আটক বাসযাত্রীর নাম মো. রুহুল কাদের (৪৪)। সে কক্সবাজার সদরের কুতুবদিয়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সোর্সের খবরে টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে নির্দ্দিষ্ট বাসটিতে তল্লাশি চালানো হয়।

এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালানো চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার কাছে থাকা ট্রাভেল ব্যাগ হতে ১ হাজার ৯শ ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকসহ কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে জানায় র‌্যাব।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img