চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ স্কুল মাঠ থেকে আনুমানিক ২৭ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় অজানা,বললেন পুলিশ।
বুধবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে হাটহাজারী মডেল থানার পুলিশ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও নিহতের কোন পরিচয় জানাতে পারেনি।
তিনি জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টায় কাজ করছে টিম হাটহাজারী।
এমজে/