চট্টগ্রামের আনোয়ারায় অগ্নিকাণ্ডে দরিদ্র দুই পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। আগুনে দুইটি বসতঘর, দুইটি গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের দক্ষিণ খুরুস্কুল গ্রামের বেড়িবাঁধে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ ইসমাঈলের বসতঘরে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল সেখানে আসেন। ততক্ষণে এলাকাবাসীর এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আগুনে মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ ইদ্রিসের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর পুড়ে যায়। আগুনে তাদের কাপড়-চোপড় থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
ক্ষতিগ্রস্ত মোহাম্মদ ইসমাইল জানান, ভিটেবাড়ি না থাকায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে ঘর বেঁধে কোনো রকম বসবাস করছি। তাও আগুনে পুড়ে নিঃস্ব করে দিয়েছে।আগুনে শেষ সম্বলটুকুও নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর বলেন, আগুনে নিঃস্ব দুই পরিবারের সদস্যরা কেবল পরনের কাপড়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মংসুইনু মারমা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অঅগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এমজে/