করোনা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ জুনের পরিবর্তে আগামী ২০ আগস্ট থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে।
রবিবার (২৩ মে) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় তারিখ পরিবর্তনের এই সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বৈঠকে বিভিন্ন অনুষদের ডিন ও ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এসএম সালামত উল্যা ভূঁইয়া।
তিনি বলেন, ‘আমাদের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন তারিখ অনুযায়ী পরীক্ষাগুলো হবে ২০ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে হবে তা পূর্বের সময়সূচি দেখে ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) নির্ধারণ করবেন।’
তিনি আরও বলেন, ‘করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর বিষয় মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য চূড়ান্তভাবে মোট আবেদন করেছে ১ লাখ ৮৩ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৭ জন শিক্ষার্থী।