সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আরও হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এর মধ্যে খিলগাঁও থানার হত্যা মামলায় আনিসুলকে এবং উত্তরা পশ্চিম ও খিলগাঁও থানার দুই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে মামুনকে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী।
এদিন সকাল ৮টায় তাদেরকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর দুই থানার হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ।
বিচারক তা মঞ্জুর করলে আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন।
শুনানিতে আইনজীবী মোরশেদ হোসেন শাহীন আসামিদের জামিন চাইলে তা নাকচ করে দেন বিচারক।
দুই আসামিকেই খিলগাঁওয়ের মোহাম্মদ জুবায়ের আহমাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মামলার বিবরণে বলা হয়েছে, সরকার পতনের দিন গত ৫ অগাস্টে খিলগাঁও চৌরাস্তায় পুলিশের এলোপাতাড়ি গুলিতে জুবায়ের গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আর উত্তরা পশ্চিম থানার সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এমজে/