জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হচ্ছে না।
আজ শনিবার দুপুরে মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর দেখা হওয়ার সুযোগ নেই।
এরআগে গত বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যমেও একই তথ্য দেওয়া হয়। বিষয়টির সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডায় নেই। যুক্তরাষ্ট্রে মোদির তিন দনের সফরে কোনো ফাঁকা সময় নেই।
পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে দেখা হওয়ার সুযোগ নেই। কারণ প্রধান উপদেষ্টা যখন যুক্তরাষ্ট্র যাবেন, তখন ভারতের প্রধানমন্ত্রী সেখান থেকে চলে আসবেন।
তিনি জানান, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রীসহ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ভাষণে বাংলাদেশের ছাত্র–জনতার গণঅভ্যুত্থান বীরত্বের কথা বিশ্বের কাছে তুলে ধরবেন তিনি। আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।
একাধিক সূত্র জানিয়েছে, সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এই মাসের শুরুর দিকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা।
এমজে/