নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

নাইজেরিয়ার উত্তর–পশ্চিমের জামফারা প্রদেশের এক নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ৭০ জন কৃষক একটি কাঠের নৌকা নিয়ে নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষি জমিতে যাচ্ছিলেন, কিন্তু পথে নৌকাটি উল্টে যায়।

এদিকে দ্রুত সবাইকে উদ্ধার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের পাঠায়। তারা তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে পানি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেন।

স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালি বলেন, এর আগেও একবার এখানে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। নিখোঁজ হওয়া ব্যক্তিদের অনুসন্ধানে জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img