সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ গ্রেপ্তার

সরকার পতনের পর সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের ধারায় এবার ধরা হয়েছে সাবেক জনপ্রশাসন মন্ত্রী এবং মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ফরহাদ হোসেনকে।

শনিবার রাতে ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব।

র‌্যাবের পাঠানো বার্তায় বলা হয়েছে, হাতিরঝিল থানার নিউ ইস্কাটন এলাকার ৩৯৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে ফ্ল্যাটটির মালিক কে, সে সম্পর্কে তথ্য দেয়নি র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, “৫ অগাস্ট সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মেহেরপুর থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে।

“তাকে আমরা আদাবর থানার মামলায় হস্তান্তর করেছি।”

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img