আলজিয়ার্স, আলজেরিয়া, ৯ সেপ্টেম্বর, ২০২৪:
উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে অস্বাভাবিক বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন। রোববার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মোট ভোটের প্রায় ৯৪ শতাংশই পেয়েছেন তিনি।
আলজেরিয়ার সেনাবাহিনী সমর্থিত প্রার্থী ছিলেন এই ৭৮ বছর বয়সী তেবুন । নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রক্ষণশীল প্রার্থী আবদেল্লাহিল হাসান শেরিফ এবং সমাজতন্ত্রের সমর্থক প্রার্থী ইউসেফ আজিজ। এরা দু’জন যথাক্রমে প্রায় ৩ শতাংশ এবং ২ শতাংশ ভোট পেয়েছেন বলে রোববার রাজধানী আলজিয়ার্সে সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মোহামেদ শারফি।
আলজেরিয়ার মোট ভোটারসংখ্যা ২ কোটি ৪০ লাখ। নির্বাচন কমিশন জানিয়েছে, তার মধ্যে ভোট দিয়েছেন মাত্র ৫৭ লাখ ভোটার। তরুণ প্রজন্মের অনেকেই ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। কারণ হিসেবে বলা হচ্ছে- বছরের পর বছর আলজেরিয়ার রাজনীতিতে সেনাবাহিনী যে প্রভাব বিস্তার করে আসছে তা দেশের তরুণ প্রজন্ম পছন্দ করছে না।