ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম দুর্ভোগে যাত্রীরা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রায় ৯ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতিতে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২১ আগস্ট) সকালে মহাসড়কের সাইনবোর্ড থেকে মদনপুর অংশ ছাড়িয়ে গেছে যানজট। চট্টগ্রামমুখী একটি লেনে এই যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশের কাঁচপুর থানার ওসি রেজাউল হক জানান, আজ ভোরে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকার চট্টগ্রামমুখী লেনে একটি কভার্ডভ্যান উল্টে গেলে এ যানজটের সূত্রপাত হয়।

তিনি বলেন, “ভোরে প্রবল বর্ষণের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ডভ্যানটি উল্টে যায়৷ এতে কেউ গুরুতর আহত না হলেও সড়কে দীর্ঘ যানজট তৈরি করে৷ পরে পুলিশ খবর পেয়ে কভার্ডভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেয়৷ এখনও মহাসড়কের কয়েকটি জায়গায় খণ্ড খণ্ডভাবে যানজট রয়েছে৷ পুলিশ তা নিরসনে কাজ করছে বলে জানান তিনি।”

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img