সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং গতকাল রাতে সারা দেশের বিভিন্নস্থান আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নিয়েছেন নটর ডেম কলেজ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার পর থেকে নটর ডেম কলেজের শতাধিক শিক্ষার্থী শাপলা চত্বরের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
এ সময় ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ সহ অন্যান্য স্লোগান দিতে শোনা যায় তাদের।
নটর ডেম কলেজের শিক্ষার্থীরা বলেন, গতকাল সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। যারা আহত হয়েছেন তারা আমাদেরই ভাই-বোন। তাদের রক্তের দাগ বৃথা যেতে দেব না। দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না।
শিক্ষার্থীদের অবরোধের ফলে শাপলা চত্বর এবং আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এমজে/