এস.এম. মাঈন উদ্দীন রুবেল:
দশ মাস দশ দিন গর্ভে ধারণ
মা করে কষ্টে জীবন-যাপন।
যখন মায়ের কোল আলোকিত করি
খোদার রহমতে দেখি ধরণী,
তখন মা যায় সব দুঃখ ভূলি
সন্তানকে নেয় কোলে তুলি।
সর্ক্ষণ মা তোমায়
অনেক ভালোবাসি,
তোমায় যখন এক নজর দেখি
মা-গো সব কষ্ট যায় ভূলি।
তুমি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ
তোমার চরণে মোর জান্নাত
হামেশা চাই তোমার হায়াত
তোমার ঋণ কখনো হবে না শোধ।
নিঃস্বার্থ তোমার ভালোবাসা
যত পাও দুঃখ আর ব্যথা
তবুও সর্বক্ষণ সন্তান-সন্তুতির মঙ্গল-কামনা
কে আছে মা এই ভূবণে তুমি বিনা ?
সুঃখ-দুঃখে পায় তোমার ছায়া
তুমিই তো মোর জনম দুঃখী মা।