নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকালে নরসিংদীর মেসিকান্দা স্টেশনের আউটারলাইনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল একটি ট্রেন। ওই সময় হঠাৎই ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হন। কিন্তু তারা কীভাবে কাটা পড়েছেন সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য মেলেনি।
ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এমজে/