মো: সালাউদ্দিন, কুমিল্লা প্রতিনিধি: বিএনপি-জামাত জোটের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের গ্রেফতার ও ফাঁসির দাবিতে কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের আমড়াতলী বাজারে এ মানববন্ধনের আয়োজন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ফাহিম হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তুহিন আহমেদ, শিলমুড়ি ইনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক ফারুক হোসেন, পৌরসভা ছাত্রলীগের সদস্য রফিকুল ইসলাম, বিল্লাল হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিএনপি-জামাত জোটের শীর্ষ সন্ত্রাসী ও ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বিভিন্ন সময়ে নিজ এলাকাসহ উপজেলার বিভিন্ন অঞ্চলে ত্রাসের রাজত্য কায়েম করেছিলো। সে সন্ত্রাসী বাহিনী নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন নেতাকর্মীর উপর হামলা ও তাদের বাড়ি ঘরে লুটতরাজ ও অগ্নিসংযোগ করে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। এছাড়াও সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে যুক্তরাজ্য থেকে তাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার আইনের আওতায় বিচার প্রক্রিয়া সম্পন্ন করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার রায় কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান করছি।
এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন এই মানববন্ধনের বিরুদ্ধে তিব্র নিন্ধা ও প্রতিবাদ জানান। তিনি আরো বলেন, আমাদের উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন একজন মেধাবী, পরিশ্রমী ও শিক্ষিত ছাত্রনেতা ছিলেন। তাকে আওয়ামী লীগের হাইব্রীড নেতারা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় জড়িয়ে দেশত্যাগে বাধ্য করে। গত ২০১৫ সালে ১০ জানুয়ারী তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়, মামলা নং ২৪/১৫। এছাড়াও আওয়ামী লীগের এমপি ও চেয়ারম্যানের মদদে আওয়ামী লীগের নেতা কর্মীরা তার বাবাকে গুম করা হয়। এমনকি ইকবাল হোসেনের বাড়ি ভাংচুর ও তার মাকেও মারধর করা হয়। পরবর্তীতে সে আওয়ামী লীগের ভয়ভীতি ও অত্যাচারের কারনে বাংলাদেশে থাকতে না পেরে তিনি ২০১৫ সালের বাংলাদেশ থেকে কাতারে পালিয়ে যান। ২০২২ সালের ০৯ আগস্ট রাজনৈতিক দ্বন্দকে কেন্দ্র করে বরুড়া থানায় মোহাম্মদ ইকবাল হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়। মামলা নং-৩০/২০২২।
এ বিষয়ে মোহাম্মদ ইকবাল হোসেন টেলিফোনে এই প্রতিবেদককে বলেন, আমাকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়। দেশে ফিরলে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়। আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে অনেক শংকিত। স্থানীয় আওয়ামী নেতাকর্মীরা আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে অনবরত।