পর্যাপ্ত কুরবানির আছে, ঘাটতি হবে না : প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, কুরবানির পশু পর্যাপ্ত আছে। এ বছর ১ কোটি ৩০ লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত। যা চাহিদার চেয়ে বেশি। ফলে পশুর কোনো ঘাটতি হবে না।

বৃহস্পতিবার (১৩ জুন) সাংবাদিকেদের তিনি এসব কথা বলেন।

মো. আব্দুর রহমান বলেন, চাহিদা ও সরবরাহের ভারসাম্যের মাধ্যমে বাজারে দাম নির্ধারণ হয়। দাম নির্ধারণ করা মন্ত্রণালয় কাজ না। মন্ত্রণালয় সরবরাহ বাড়ানোর কাজ করছে। তবে ছলচাতুরি করে কোরবানির পশুর দাম বাড়ালে শেষে ব্যবসায়ীদের মাথায় হাত দিতে হবে।

ডিমের দাম নিয়ে তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ ডিমের দাম বাড়ালে দাম কমাতে সরকার উদ্যোগ নেবে। কোন অজুহাতে ডিমের দাম বাড়ানো যাবে না।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img