সহকর্মীর গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনা তদন্তে কমিটি

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় পুলিশের গুলিতে আরেক পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ পুলিশ। এই কমিটিকে ঘটনার আসল কারণ বের করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ সোমবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ কর্মকর্তা জানান, ডিএমপির গুলশান জোনের ডিসিকে প্রধান করে তিন সদস্যের এই কমিটি করা হয়েছে।

গত শনিবার গভীর রাতে ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্যের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কনস্টেবল কাউসার আলী গুলি চালালে কনস্টেবল মনিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় গুলিবিদ্ধ হন জাপান দূতাবাসের এক গাড়িচালক।

এ ঘটনায় নিহত কনস্টেবলের বড় ভাই বাদী হয়ে রোববার গুলশান থানায় মামলা করছেন। অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img