ভারতে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে শুরু হয়েছে ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা। দেশটির নতুন সরকার গঠন করবে কে তা ভোট গণনা শেষে আজই জানা যাবে।
এবারের লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে ভালোই লড়াই করছে বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোট। তবে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সাথে।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, বাংলায় তৃণমূল এগিয়ে রয়েছে ২৯ আসনে। বিজেপির এখনও অবধি প্রাপ্ত আসন ১০ এবং কংগ্রেস পেয়েছে ২টি। রাজ্যটিতে সিপিএম-এর মহম্মদ সেলিম এগিয়ে থাকলেও, বর্তমানে তৃণমূলের আবু তাহের খানের প্রাপ্ত ভোটের থেকে তিনি কিছুটা পিছিয়ে রয়েছেন।
গত শনিবার লোকসভা নির্বাচনের শেষ বা সপ্তম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয় পশ্চিমবঙ্গে। এ রাজ্যের ৪২টি আসনে ভোট গ্রহণ হয়েছে ৭ দফায়।
এই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের জন্য মোট ৫৫টি কেন্দ্রে গণনা চলছে। এর মধ্যে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের গণনা হচ্ছে শহরের মোট আটটি গণনাকেন্দ্রে। পশ্চিমবঙ্গের এই ৪২ আসনের ৫০৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার ৪২টি আসনের মধ্যে শাসকদল তৃণমূল জিতেছিল ২২টি আসন। বিজেপি পেয়েছিল ১৮টি। সিপিএম একটি আসনও পায়নি। কংগ্রেস পেয়েছিল ২টি আসন।
এমজে/