কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করেছে সরকার। গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুটের দাম ৫ টাকা বাড়িয়ে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৬০ টাকা এবং ঢাকার বাইরে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া সর্বনিম্ন প্রতি পিস লবনযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে এক হাজার ২০০ টাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক’ সভা শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাসির চামড়া প্রতি বর্গফুট ২০ থেকে ২৫ টাকা আর বকরির চামড়া দাম ১৮ থেকে ২০ টাকা থাকছে।

তিনি বলেন, ন্যায্যমূল্য নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করবে। বেশি বিদেশি চাহিদা থাকার পরেও গত কয়েক বছর ধরে এর ন্যায় মূল্য পাওয়া যাচ্ছে না।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সরকারের ভাবমূর্তি নির্ভর করে চামড়ার ব্যবস্থাপনার উপর। তাই যে মূল্য নির্ধারিত হলো এর চেয়ে কম মূল্যে যাতে কোথাও বিক্রি না হয় সরকার তা মনিটরিং করবে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img