হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক অর্থ সম্পাদক মনির হোসেন কাসেমীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ শুক্রবার এশার নামাজের সময়ে গুলশান গোয়েন্দা বিভাগ তাঁকে বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
রাতে বিষয়টি জানিয়েছেন গুলশান গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান।
ডিসি বলেন, মনির হোসেন কাশেমী শাপলা চত্বরের নাশকতা ও সাম্প্রতিক সময়ের নারায়ণগঞ্জের সহিংসতায় ওতপ্রোতভাবে জড়িত।