ফের অস্ত্রোপচার করতে হবে আর্চারের

বিপদ যেন পিছু ছাড়ছে না ইংলিশ তারকা বোলার জফরা আর্চারের। গত মার্চ মাসে মাছের অ্যাকুরিয়াম পরিষ্কার গিয়ে কাচের টুকরো ঢুকে যায় তাঁর হাতে। সে সময় ডান হাতে অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হয়ে মাঠে ফিরেও স্বস্তি নেই। পুরোনো কনুইয়ের চোটে ভুগছেন তিনি। ফলে ফের অস্ত্রোপচার করতে হবে ইংলিশ তারকাকে।

গতকাল বৃহস্পতিবার চোট পর্যবেক্ষণ করে আর্চারকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এক বিবৃতিতে খবরটি জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইসিবি জানিয়েছে, ‘আর্চারের ডান কনুইয়ের অস্বস্তির কারণে বিষয়টি পর্যবেক্ষণ করেছেন একজন চিকিৎসক। শুক্রবার (আজ) তাঁর অস্ত্রোপচার করা হবে।’

প্রথম চোটের কারণে এ বারের আইপিএলেও খেলতে পারেননি আর্চার। এই বছর আর্চারের দ্বিতীয় অস্ত্রোপচার এটি। এবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়েও তাঁকে ঘিরে শঙ্কা জেগেছে।

ইংল্যান্ডের বোলিং কোচ জন লুইস আর্চার দ্রুত ফিরবেন বলে আশার কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি জানি আর্চার সুস্থ হয়ে উঠবে। ইংল্যান্ডের হয়ে প্রচুর ম্যাচ খেলতে হবে ওকে। ওর লম্বা ক্রিকেট জীবনে এটা একটা ছোট বাধা।’

জন লুইস আরো বলেন, ‘আর্চারের কনুইয়ে একটা অস্বস্তি রয়েছে। পেস বোলারদের গোড়ালিতে প্রচুর চোট লাগে। সেরকমই আর্চারের কনুইয়ে লেগেছে। যেকোনো সন্ধিতে খুব বেশি চাপ পড়লে এরকম হতেই পারে। বোলারেরা সেই বাধা অতিক্রম করে এগিয়ে যায়। আমার মনে হয় আর্চারের চোট সারতে বেশি সময় লাগবে না।’

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img