মোঃ সোহেল রানা বিশেষ প্রতিনিধি
ঢাকার সাভারে সড়ক উন্নয়নের জন্য মহাসড়কে নিরাপত্তা বেষ্টনী হিসেবে রাখা ছোট কংক্রিটের বেরিয়ারে ধাক্কা লেগে একটি তেলবাহী লরি উল্টে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে লরিসহ ৫টি গাড়ি আগুনে পুড়ে গেছে। এছাড়া আগুনে দগ্ধ হয়ে ২ জন নিহত এবং অন্তত ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার সকালের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫) ও যশোর চৌগাছার আব্দুল আজিজের ছেলে ইকবাল হোসেন (২৮)। নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি দগ্ধরা হলেন আব্দুস সালাম (৩৫), মিলন মোল্লা (২২), আল আমিন (৩৫), নিরঞ্জন (৪৫), মিম (১০), হেলাল (৩০), সাকিব (২৪) ও মো. আল আমিন (২২)।
স্থানীয়রা জানান, ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় ইউটার্ন নির্মাণের জন্য সড়কে মাঝে ছোট ছোট কংক্রিটের বেরিয়ার দিয়ে অনেকটা অংশ নিরাপত্তা বেষ্টনী হিসেবে তৈরী করা হয়েছে। যেখানে কোনো ধরণের সতর্কতামূলক চিহ্ন দেওয়া হয়নি। এদিন সকালে তেলবাহী লরিটি ঢাকা থেকে সাভারের দিকে যাচ্ছিল। এসময় মহাসড়কের ওই এলাকায় পৌঁছলে লরিটি ওই ছোট কংক্রিটের বেরিয়ারের উপরে উঠে যায় এবং উল্টে পড়ে যায়। পরে তেলবাহী লরি থেকে ছড়িয়ে পড়া আগুনে তরমুজবোঝাই একটি ট্রাক, একটি সিমেন্ট বোঝাই ট্রাক, একটি কাভার্ড ভ্যান ও একটি প্রাইভেটকার পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা¯’লে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশী থাকায় পরে হেমায়েতপুর ট্যানারি শিল্প এলাকার দুইটি ইউনিট ও রাজধানীর মোহাম্মদপুর থেকে আরও একটি ইউনিট ঘটনা¯’লে এসে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ঘটনা¯’লেই তেলবাহী লরির হেলপারের মৃত্যু হয় ও ৮ জনকে উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত এক চিকিৎসক বলেন, সাভারে আগুনের ঘটনায় নয় জনকে এখানে আনা হয়েছে। তাদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।