কক্সবাজারের উখিয়ায় ৩২ ক্যান বিদেশী বিয়ারসহ মোঃ কায়েস (২৯) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
আজ ২১ মে, শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দরগাহ বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি উখিয়ার জালিয়াপালং ৫ নং ওয়ার্ডের ওয়ালাপালং ঘিলাতলিপাড়ার মৃত লোকমান হাকিমের ছেলে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, কতিপয় মাদক কারবারী উখিয়া বাজার সংলগ্ন দরগাহ বিল (ছয় তারা) সড়কের পাশে মোঃ কায়েস এর বাড়ির সামনে বিদেশী বিয়ার ক্যান বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে জেনে অভিযানে যায় র্যাবের একটি দল। এ সময় মোঃ কায়েসকে আটক করে সাথে থাকা ব্যাগ ও তার দেখানো মতে একটি প্লাষ্টিকের বস্তার ভিতর থেকে ৩২ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।
এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
এন-কে