ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ ওয়াণডে সিরিজের প্রথমটিতেই হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামে টাইগ্রেসরা। তবে টসে জিতে ব্যাট করতে নেমে সুবিধা করে ওঠতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। অজি বোলারদের তোপের মুখে পড়ে একশ রানের সংগ্রহও গড়তে পারেনি লাল-সবুজের দল, ৪৪.১ ওভারে অল আউট হওয়ার আগে সংগ্রহ করতে পেরেছে ৯৭ রান।
টসে জিতে ব্যাট করতে নেমে আজ শুরুটা কিছুটা ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ৮ ওভারে বড় সংগ্রহ না গড়তে পারলেও উইকেট হারায়নি বাঘিনীরা। তবে নবম ওভারে মেগান শুটের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন সুবহানা মুস্তারি। ২০ বল খেলে ৩ রান করেছেন তিনি।
এরপর একে একে ফিরেছেন ফারজানা হক, মুর্শিদা খাতুন, জ্যোতিরা। অজি বোলারদের তোপের মুখে পড়ে কেউই ই ক্রিজে থিতু হতে পারেননি।
টাইগ্রেসদের হয়ে আজ দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিন জন। ফাহিমা খাতুনের ১১, রিতু মণির ১০ এবং শেষদিকে ব্যাট হাতে নাহিদা আক্তার করেছেন ২২ রান। নাহিদার ইনিংস সর্বোচ্চ ২২ রানের সুবাদেই শেষ পর্যন্ত অল আউট হওয়ার আগে ৯৭ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। দলের বাকিরা আউট হয়েছেন এক অঙ্ক ছুয়েই।
এমজে/