চসিক কার্যালয়ের সামনে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন

করোনার নতুন ভারতীয় ধরনের সংক্রমণ আশঙ্কা-উদ্বেগ বাড়িয়েছে মন্তব্য করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, এতে আতঙ্কিত না হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার উপায় অন্বেষণ করতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) চসিক প্রধান কার্যালয়ের প্রবেশমুখে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধনকালে মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সুরক্ষিত রাখার লক্ষ্যে নগরের ৪১টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থান রেলস্টেশন, বাসস্টেশন, শপিংমল ও ওয়ার্ড কার্যালয়ের সামনে এ করোনা প্রতিরোধক বুথ স্থাপন করে বিনামূল্যে সেবা কার্যক্রম চলমান থাকবে।

এ সময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরী, এসএম কুতুব উদ্দীন উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img