গরমে তৃপ্তি দেবে গোলাপ শরবত

অনেক রকম শরবতের নাম শুনেছেন। অনেক রঙের শরবতও দেখেছেন। তবে গোলাপের শরবত হয়তো অনেকে এই প্রথম শুনে থাকবেন। চলুন জেনে নেই কীভাবে তৈরি করবেন তৃপ্তিকর গোলাপের শরবত।

উপকরণ

গোলাপের পাঁপড়ি- প্রয়োজন মতো

চিনি- স্বাদ মতো

রোজ এসেন্স- কয়েক ফোঁটা

দুধ- অর্ধেক গ্লাস

বরফ কিউব- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালি

একটা পাত্রে চিনি মিশ্রিত পানিতে গোলাপের পাঁপড়ি দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে।

এবার এতে দিন রোজ এসেন্স এবং অল্প দুধ দিয়ে দিন।

ভালো করে মিশিয়ে নিন।

একটি গ্লাসে বরফের কিউব দিয়ে তাতে গোলাপের পাঁপড়ি সহ শরবত সার্ভ করুন।

তবে পিতলের গ্লাসে শরবত সার্ভ করলে বেশ রাজকীয় লাগে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img