কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার করার অভিযোগে সাইদুর রহমান (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নুরানি মাদ্রাসা থেকে সাইদুরকে গ্রেপ্তার করা হয়।
মাদ্রাসাশিক্ষক সিরাজুল ইসলামের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার সানোখালী গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীকে (১০) ভয় দেখিয়ে কয়েক দিন ধরে বলাৎকার করা হয়। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় পরিবারের সন্দেহ জাগে। পরে ছেলের মুখে ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন বাবা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ দাবি করেন, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পরে এ ঘটনায় করা অভিযোগকে মামলা হিসেবে নিয়ে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে
এন-কে