রাজধানী ঢাকা শহরের অলিতে গলিতে রাস্তার পাশে শুয়ে থাকা শীতার্ত গৃহহীন, অসহায়, ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়াল ডাঃ মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন।
নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। সোমবার রাতে ডাঃ মোস্তফা-হাজরা ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্ত গৃহহীন,অসহায় গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম । এছাড়া ও ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহিরুল ইসলাম বলেন, প্রতি বছর শীতকালে শীতবস্ত্রের অভাবে রাস্তায় ঘুমানো এসব অসহায় মানুষগুলো মারাত্মক কষ্টে রাত যাপন করে। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব।
শীতবস্ত্র বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এবং প্রধান উপদেষ্টা এ, কে ,এম, গোলাম কিবরিয়া ও গোলাম মর্তুজা । শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে অনেক গর্বিত মনে করছেন তার।