পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হবে: সেহেলী সাবরীন

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে দুই দেশের আঞ্চলিক সম্পর্ক বৃদ্ধি, সীমান্ত, ভিসা জটিলতা এবং তিস্তা পানি বণ্টন চুক্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। চুক্তি অনুসারে ভারত চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করবে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।

সেহেলী সাবরীন বলেন, লিবিয়াতে আটক আরও ১৩৯ জন বাংলাদেশি নাগরিকদের বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে। এছাড়া সীমান্তে গুলিতে বিজিবির সদস্য নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রাখাইনের চলমান সংঘাত তাদের আভ্যন্তরীণ বিষয়। এতে যেন বাংলাদেশে কোনো প্রভাব না পড়ে সেদিকে নজর রাখা হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img