করোনা মহামারিতে বিপর্যস্ত ভারতের পরিস্থিতি যেন বর্ণনার বাইরে। ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর মিছিল চলছেই। তবে বৃহস্পতিবার দৈনিক মৃত্যু কিছুটা কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩ হাজার ৮৭৪ জন। অবশ্য মৃত্যুর সংখ্যা কমলেও দৈনিক আক্রান্তের সংখ্যা ফের ছাড়িয়েছে পৌনে তিন লাখের ঘর।
বৃহস্পতিবার (২০ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৭০ জন। যা বুধবারের তুলনায় প্রায় ১০ হাজার বেশি। সর্বশেষ এই পরিসংখ্যান নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪০০ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৮৭৪ জন। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ১২২ জনে। এর আগে বুধবার দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৪ হাজার ৫২৯ জন রোগী মারা গিয়েছিলেন। অর্থাৎ বৃহস্পতিবার প্রাণহানি কমেছে প্রায় ৭০০ জনের মতো।
প্রতিদিন বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ভারতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা প্রায় ৩১ লাখ ৩০ হাজার।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় দেশটির সবচেয়ে বিপর্যস্ত দুই রাজ্য— দিল্লি ও মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে এলেও কর্নাটক, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ুসহ কয়েকটি রাজ্যে দৈনিক সংক্রমণ পরিস্থিতির দৃশ্যমান বড় কোনো উন্নতি দেখা যাচ্ছে না।
সূত্র: এএনআই